শিরোনাম

South east bank ad

মিজানপুর ইউনিয়ন পরিষদ হবে, মানুষের সেবারস্থল : টুকু মিজি

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

আসন্ন২০২১সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি।

২৭ আগস্ট শুক্রবার বিকেলে মিজানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়নদিয়া মাদ্রাসা মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নয়নদিয়া এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু মিজি বলেন, আসন্ন ইউনিয়ন নির্বাচনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী। আমি একটি দলের নেতা হলেও সব সময় দলবল নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। আমার কাছে সহযোগিতা চেয়ে পাইনি এমন কোন লোক আছে বলে আমার মনে হয় না। কে কোন দল করে সেটা কখনো দেখনি। আমার কাছে সবসয় মানুষের সমস্যা সমাধান করাই বড় বিষয়। তাই দলমত নির্বিশেষে সকলের কাছে আগামী নির্বাচনে ভোট চাই। আমি যদি বিজয়ী হতে পারি এই মিজানপুর ইউনিয়ন পরিষদ হবে জনসাধারণের শেষ আশ্রয়স্থল। আমি যতদিন বেচেঁ থাকবো আমার প্রিয় জন্ম ভূমি মিজানপুর ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। তাই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের দোয়া ও সমর্থনে আগামী নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।

কারণ আমি সবসময় আপনাদের সাথে আছি। দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছি। সে জন্য আমার বিশ্বাস এই ইউনিয়ন এর প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে, উপজেলা আওয়ামী লীগ আমার সাথে আছে, জেলা আওয়ামীলীগ আমার সাথে আছে। ইনশাল্লাহ আমি আপনাদের সেবক হবো।

যারা নিজদেরকে জনপ্রতিনিধি দাবি করেন, ৩০বছর এই মিজানপুর ইউনিয়নে চেয়ারম্যানী করেছেন তারা এই মহামারী, দীর্ঘ করোনায় আপনারা কোথায় ছিলেন?এই ইউনিয়নের মানুষের কোনো খোঁজখবর নিয়েছেন কিনা? আপনারা বুকে হাত দিয়ে বলেন। আজকে নির্বাচন আসলেই আপনারা বসন্তের কোকিলের মত বড় বড় ভাইদের দেখিয়ে মনোনয়ন বাগিয়ে নেয়ার চেষ্টা করেন।

ইউনিয়নের প্রত্যেকটা মহল্লায় ২/৩টা খন্ড করে আমি আপনাদের সঙ্গে মত বিনিময় করছি, কারণ আমি মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। আসলে মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আমার এলাকার জনগণকে। তাই আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। আজকে স্বাধীনতার ৫০ বছর,৩০ বছর আমরা এই ইউনিয়নের ভোট দিয়ে থাকি। বিগতদিনে এই ইউনিয়নে দুইজন মানুষ শ্বাসন করছে ৩০বছর।

৩০বছরে আপনাদের জন্য, এলাকার জন্য কি কাজ তারা করেছে। তার বিচার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। এরা কতবার আপনাদের কাছে আসছে আপনাদের আপদে-বিপদে সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছে এটা আপনাদের বিবেচনা করতে হবে।
ভোট একটি মূল্যবান জিনিস, এই মূল্য বান জিনিস ভোট, দিতে হবে একজন ভালো এবং সৎ মানুষ কে। আমি বলি না যে আমি ভাল, ভালোরও সংঘা অনেক কঠিন। তবে আপনাদের দেখতে হবে কম খারাপ কে। তবে একটা কথা আছে মন্দের ভালো আপনার ভোট টা তাকে দেয়া উচিত। কারণ আপনার ভোট নিয়ে আমি যত অপকর্ম করবো কাল কেয়ামতের ময়দানে হিসাব আপনাকে আর আমাকে দিতে হবে। সে কারণে আপনাকে একজন ভালো লোককে ভোট দিতে হবে আমি দীর্ঘ সময় ৩০বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছি।

সর্ব মোট ৩৫ বছর রাজনৈতিক জীবনে আমি চেষ্টা করেছি দলবল নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সাথে মিলে মিশে কাজ করার জন্য। যখন আমি সামাজিক কর্মকান্ড করেছি। আমি কখনো দলবাজি করি নাই।
আমি যখন সাংগঠনিক কাজ করি সেখানে আমি ছাড় দেই না আমার নেতৃবৃন্দ প্রত্যেকটা নির্দেশনা অনুযায়ী আমি আমার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করি, কিন্তু একজন মানুষ হিসেবে যখন আমি সামাজিক কর্মকান্ড করি তখন আমার কাছে দল বড় হয়ে দাঁড়ায় না, আমি মনে করি এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়। প্রত্যেকটি মানুষের প্রতি আমার যেমন হক আছে, তেমনি আমার প্রতি প্রত্যেকটা মানুষের হক আছে। আমি চেষ্টা করি সবসময় দলবল নির্বিশেষে সকল সামাজিক কর্মকান্ডের সাথে সকলকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি আপনাদের কাছে মিথ্যা আশ্বাস দিবোনা।

আমি আপনাদের বলি আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এক পাশে মসজিদ আরেক পাশে মাদ্রাসা আছে। আমি একজন মুসলিম ঘরের সন্তান,আল্লাহকে সাক্ষী করে বলতে পারি আমি আপনাদের কাছে ওয়াদা দিতে পারি আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন পরিষদের একটি পয়সা' আমার পেটে যাবে না, আমার সন্তানদের পেটে যাবে না। ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি টাকা দিয়ে আমার আপনার ইউনিয়ন জন্য কাজ করবো। আমি সর্বদলীয় ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবো। এই ইউনিয়ন হবে, একটি মডেল ইউনিয়ন। একটি সমন্বয় কমিটির মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করা হবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করা সম্ভব।

স্থানীয় সমাজ সেবক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকলেসুর রহমান মাসেম, ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা,সিনিয়র সহ সভাপতি মোঃ আজম মন্ডল, ব্যবসায়ী মোঃ সবুজ মন্ডল, সিদ্দিক পরামানিক,আতাউর পরামানিক, মোঃ বক্কার শেখ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু ও ব্যবসায়ী মোঃ মিলন শেখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: