মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক অনুদান প্রদান
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মোঃ ইউনুছ মিয়া কে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে চিকিৎসার জন্য আনুষ্ঠানিক ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।ইউনুছ মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বু্ল্লা গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও নানা রোগে ভোগছে।অসহায় ইউনুছ মিয়ার বিষয়টি নজরে আসে মানবতামূলক অনলাইন ভিত্তিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের। তারা ইউনুছ মিয়ার চিকিৎসার সহযোগিতা হাত বাড়িয়ে দেয়।
স্বচ্ছতার গ্রুপের সম্মানিত সদস্য মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে ও সম্মানিত সদস্য শেখ ইমন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল ইসলাম মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন আহমেদ (টেনু),মেম্বার কাউছার মিয়া,সাবেক মেম্বার মাতিন মিয়া, জিতু মিয়া সর্দার ,শরিফুল ইসলাম খান,মর্তুজ আলী সর্দার,হাজ্বী বাচ্ছু মিয়া সর্দার,আশিকুর রহমান আশিক,কেসলু মিয়া,শুনীল কর্মকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বচ্ছতার সম্মানিত সদস্য মোঃ কাদির হোসেন জুয়েল,সামছু উদ্দিন সামছু,সাইফুর রহমান টিটু,রাসেল আহমেদ জীবন, শাকিল আহমেদ, আব্বাস মিয়া,চন্দন কর্মকার, ফয়সাল মিয়া প্রমূখ।
উক্ত প্রোগ্রামে যারা শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, উপস্থিত থেকে সুন্দর ভাবে সম্পন্ন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।
অনুষ্ঠান শেষে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় কাদির হোসেন জুয়েল কে সম্মাননা ক্রেস দেওয়া হয়। উপস্থিত বক্তারা স্বচ্ছতা গ্ৰুপের মানবিক কাজের প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।