শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপরে

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ, (শরীয়তপুর) :

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী গ্রামের নিচু স্থান তলিয়ে গেছে।

শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ আগস্ট পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে প্রতিদিন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নড়িয়ার কিছু নিচু এলাকায় তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে কীর্তিনাশা নদীতেও পানি বেড়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে স্রোত বেড়েছে। স্রোতের কারণে জাজিরার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ও কীর্তিনাশার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরের খাল, ডোবা, বাঁওর ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভাঙন রোধে জাজিরার ৩৭টি স্থানে, নড়িয়ার ১২টি, ভেদরগঞ্জের ২২টি, গোসাইরহাটের ১৪টি ও সদর উপজেলার কীর্তিনাশা নদীর ১৫টি স্থানে বালু ভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: