নামাজের সিজদায় গিয়ে মৃত্যু
এমএ জামান, (সাতক্ষীরা) :
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা বাজার মসজিদে জুম্মার নামাজ পড়াকালীন সময়ে মুসল্লি মোমিন গাজীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে জুম্মার নামাজ আদায়কালে সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ মুসল্লি।
মুসল্লি মোমিন গাজী (৭০) তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা গ্রামের মৃত. ইব্রাহিম গাজীর ছেলে। তিনি বৃদ্ধ ও অসুস্থ ছিলেন।
মসজিদের মুসল্লি রমজান শেখ জানান, আমার পাশে নামাজ পড়ছিলেন মোমিন গাজী। ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদায় করছিলেন। দুই রকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আর উঠেনি। পরে ডাকাডাকি করলাম দেখি কোন সাড়া নেই। তখন বুঝেছি, উনি মারা গেছেন। মৃতের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, ছেলেটি মালয়েশিয়া প্রবাসী।