South east bank ad

যমুনার পানি বিপদসীমার উপরে, তলিয়ে গেছে জমির ফসল

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৯ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই এলাকায় মাঝারি বন্যা ১০ দিন স্থায়ী হতে পারে।

যমুনার নদীর পানি শুক্রবার দুপুরে বিপদসীমার ৮ সেন্টিমিটার দিয়ে বেড়ে বিপদসীমার ৯ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পেয়ে উপজেলার কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, চন্দনবাইশা এলাকার নি¤œাঞ্চলের ৭০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, গতকাল থেকে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নোয়াপাড়া ও হাটবাড়ি চরের আবাসিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে এবং গতকাল বিকেল থেকে আমার এলাকার প্রায় ১০ হাজার চর মানুষ আটকা পড়েছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম জানান, যমুনার পানি বৃদ্ধির ফলে ৫০ হেক্টর জমির আমন ধান, ৬ হেক্টর জমির মাসকালাই, ৩ হেক্টর জমির আমন বীজ তলাসহ প্রায় ৭০ হেক্টর জমির অন্যান্য ফসল
তলিয়ে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও পরিমাণ খুবই কম। সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে বন্যার আশংকা করা হচ্ছে। তবে বন্যা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি রয়েছে। প্রতি মূহুর্তে যমুনা নদীর বাঁধ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: