বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শামীম আলম, (জামালপুর) :
শুক্রবার বকশীগঞ্জ পৌরসভার চরকউরিয়ার সীমারপাড় তালতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হামিদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার চরকউরিয়ার সীমারপাড় তালতলা গ্রামের হারনি অর রশিদের ছেলে হামিদ মিয়া (১০)বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে সাতার কেটে গোসল করার সময় হামিদ পানিতে ডুবে মারা যায়। পরে প্রায় এক ঘন্টাপর স্বজনরা শিশু হামিদের মরদেহ খোজে পায়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট, শিশু হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।