শিরোনাম

South east bank ad

৯৯৯-এ কল করে বরগুনায় ধর্ষণে অভিযুক্ত রাব্বিকে আটক

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজার নামক স্থানে নানা বাড়িতে বেড়াতে এসে ১০ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ভুক্তভোগী কিশোরীর নানা বাড়ির ঘরের বাহিরে ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার সকালে অভিযুক্ত রাব্বি নামের এক কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। অভিযুক্ত রাব্বি ওই একই ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামের আঃ হক মিয়ার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলেন, অভিযুক্ত রাব্বির সাথে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গতকাল (২৬ আগষ্ট বৃহস্পতিবার) ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালিন বাজারস্থ তার নানা বাড়িতে বেড়াতে আসে।বেড়াতে আসার খবর জানতে পেরে রাত ৩টার দিকে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করে বাহিরে বের হতে বলে অভিযুক্ত রাব্বি।

ভুক্তভোগী স্কুলছাত্রী অভিযুক্ত রাব্বির কথায় নানা বাড়ির ঘরের বাহিরে এসে কথা বলে। এক পর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার সেলোয়ার পড়ার সময় অভিযুক্ত রাব্বি ভুক্তভোগীকে তার সেলোয়ার পড়তে না দিয়ে জোড় পূর্বক ২ বার ধর্ষণ করে।

প্রতক্ষ্যদর্শীরা বলেন, রাত ৩টায় একটি মটর সাইকেল ভুক্তভোগী ওই কিশোরীর নানা বাড়ির সামনে থামলে আমাদের সন্দেহ হয়। আমরা সামনে এগিয়ে গেলে কিশোরীকে ধর্ষণের সময় আমরা অভিযুক্ত রাব্বিকে হাতেনাতে আটক করে ৯৯৯ এ কল করলে সকালে পুলিশ এসে অভিযুক্ত রাব্বিকে আটক করে বরগুনা থানায় নিয়ে যায়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল করলে আমাদের পুলিশের এস আই দেবাশীষের নেতৃত্বে ঘটনাস্থল বৈকালিন বাজার থেকে অভিযুক্ত রাব্বিকে আটক করেছে। আমার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: