ধ্বংস করা হলো ১০ লাখ টাকার কারেন্ট জাল
প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী) :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। মৎস্য অফিসের হিসেবে যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে জব্দ করা জাল ভাটিয়াপাড়া বাজারে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জাল গুলি আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু। এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের স্বেচ্ছা সহকারি ও অন্যান্য কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু জানান, উপজেলার সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজারে কারেন্ট জাল বিক্রি করছে-এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।