টাঙ্গাইলে গোবিন্দাসী ঘাটে গো-খাদ্যর বাজার
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে জমে উঠেছে গো-খাদ্যর বাজার । ভুয়াপুর উপজেলার যমুনা নদীর তীরে গোবিন্দাসী ঘাটে এ চিত্র দেখা যায়। প্রতিদিন ভোর হতে না হতেই ঘাসের স্তুপ দেখা যায় এখানে। বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন গো-খাদ্যর খাবার কিনতে। গরু-ছাগলের খাদ্য হিসেবে এখানে পাওয়া যায় নেপিয়ার, দূর্বাঘাস, গর্বাঘাসসহ আরও অনেক রকমের ঘাস। এ ছাড়াও এ বাজারটিতে বিক্রিও হচ্ছে কাঁঠাল পাতা। ঘাসের এ বাজারে প্রতিটি আঁটি আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এক আঁটি কাঁঠাল পাতা ৩০ টাকা, দুর্বাঘাস ৭০-৮০ টাকা, গর্বাঘাস ৭০-৮০ টাকা, নেপিয়ার ঘাস প্রকার ভেদে ৩০-৮০ টাকা। যমুনার চরাঞ্চলের মানুষ এখন এ সকল গোখাদ্য থেকেই আয়ের উৎস বের করার পথ খুজে পেয়েছেন।
যমুনার তীর ঘেষা এই বাজার একসময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত লাভ করলেও বর্তমানে এটি ঘাস বাজার হিসেবে গরু লালন-পালন কারী মানুষদের কাছে ঘাস বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে এটি আরও পরিচিতি লাভ করবে বলে আশা করছেন ঘাস ক্রেতা ও বিক্রেতারা।
ঘাস বিক্রেতা রাব্বি (১৯) জানান, আমরা গরীব মানুষ। ঘাস আর মাছ বিক্রির টাকায় চলে আমাগো সংসার। আমার লেখাপড়ার খরচও এখান থেকে চালাই।
ঘাসের ক্রেতা জুরান আলী (৬২) জানান, আমি প্রায়ই এই ঘাসের বাজারে আসি। আজকে তিন আঁটি ঘাস কিনেছি ৯০ টাকা দিয়ে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখানে ঘাস কিনতে আসেন।
এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, প্রতিদিন সকালে চরাঞ্চলের অসংখ্য কৃষকরা গোবিন্দাসী ঘাটপাড়ে ঘাস এনে বেচাকেনা করছেন। ক্রেতা-বিক্রিতা বেশি হওয়ায় এখন ওইস্থানটি ঘাসের বাজার হিসেবে পরিচিত হয়ে উঠেছে।