কৃষি ব্যাংক বরিশালে ৪৮ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষমাত্রা
বরিশাল ব্যুরো :
বরিশাল বিভাগের ৪৮ হাজার নতুন উদ্যোক্ত সৃষ্টির লক্ষমাত্র নির্ধারণ করেছে কৃষি ব্যাংক। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ক্ষ্দ্রু ও নারী উদ্যোক্তাদের ঋন কার্যক্রমের আওতায় এই কর্মসূচী গ্রহন করেছে ব্যাংকটি। এ জন্য বর্তমান অর্থ বছরের ১৩৪ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে এসএমই ঋন প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
বরিশাল বিএম কলেজ লাইব্রেরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি বাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন রাজিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সোহেল মারুফ, কৃষি বাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো আবু মাহমুদ প্রমূখ।