শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ের উশু অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করছে

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁও প্রজন্ম উশু ফাইট স্কুলের ছাত্র ছাত্রীরা উশু খেলার পাশাপাশি জুজুৎসু নামের আরেক টি খেলায় অংশ গ্রহণ করছেন। এবার ঢাকায় ৪ দিন জুজুৎসু কেম্প এবং আন্তর্জাতিক জুজুৎসু প্রতিযোগিতা প্রায় ২৯ টি দেশ অংশগ্রহণ করবেন। এই আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে ঠাকুরগাঁওয়ের উশু অ্যাসোসিয়েশন এর ছাত্র ছাত্রীরা।

এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার উশু কোচ বাবুল আহমেদ রুবেল বলেন, আমরা বুধবার রাতে খেলোয়াড়দের নিয়ে বাসযোগে ঢাকায় এসেছি।উশু খেলার পাশাপাশি আমরা জুজুৎসু খেলা শুরু করেছি এবং এর আগে জুজুৎসু আন্তর্জাতিক আরেক টি টুনামেনটে অংশ গ্রহণ করেছিলাম এবং সুনাম অর্জন করেছি।

আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাধারন সম্পাদকের মাধ্যমে আবার ৩০শে আগস্ট জুজুৎসু খেলা আমরা অংশ গ্রহণ করবে আমাদের খেলোয়াড়রা।

এবার ঠাকুরগাঁও থেকে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে সাগর ইসলাম, সনাতন রায়, শিমু আক্তার, নুসরাত জাহান ঐশী, মুসতাকিম বিল্লা, ও ফুল কুমারসহ অন্যান্যরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: