নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোণার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর বাজার এবং পাবই বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।
এসময় উদয়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন ৩ জন মুদি ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ হাজার এবং পাবই বাজারে একজন মুদি ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ হাজার মোট ১০ হাজার নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ি এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরে এসব নকল বিড়ি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী এই চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত এই দয়াল বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।