শহীদদের স্বরণে মুকসুদপুরে দোয়া ও আলোচনা
মেহের মামুন, (গোপালগঞ্জ ) :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরনে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫ আগষ্ট বুধবার সন্ধ্যায় ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জুন্নু মোল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদবক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান রিফাতুল আলম মুছা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান মোল্যা।