আশ্রয়ণ প্রকল্পের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর ও মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভ‚মিহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের পাকা ঘরগুলো পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
২৫ আগস্ট বুধবার বিকাল ৫টায় উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্পের ২৫টি ঘর পরিদর্শনসহ প্রকল্পের ঘরে থাকা বাসিন্দাদের খোঁজ খব নেন তারা। এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
পরিদর্শনকালে সাথে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, বিভাগীয় কমিশনারের একান্ত সচিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।