১৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের একটি হত্যাকাণ্ডে এজাহারনামীয় আসামি চাঁনু মিয়া (৬৫) নামে এক আসামিকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে পাগলা থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি চাঁনু মিয়া ওই এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার আসামি চাঁনু মিয়া ১৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন। ২০০২ সালে দত্তেরবাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি চাঁনু মিয়া। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।