South east bank ad

করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এমএ জামান, (সাতক্ষীরা) :

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।এছাড়া গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হননি।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার তহমিনা খাতুন (৫০) এবং রাবেয়া খাতুন (৪৭)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে দিন দশেক আগে তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬শ’ ১০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় কেউ করোনা সনাক্ত হননি।

সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান,করোনা রোগীদের জন্য ১৬ হাজার ৫৩ লিটার অ্ক্সিজেন মজুদ আছে সামেক হাসপোতালে। গত ২৪ ঘন্টায় অক্সিজেন সরবরাহ করা লেগেছে ১ হাজার ৮শ’ ০৬ লিটার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: