শিরোনাম

South east bank ad

নিখোঁজ কলেজ ছাত্রী এখনও উদ্ধার হয়নি

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী নৌকার সাথে বালুবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে আয়শা আক্তার (১৫) নামে এক কলেজ ছাত্রী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ঝিনাই নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ আয়শা আক্তার ভাটারা ইউনিয়নের মহিষাভাদুরিয়া গ্রামের আবু বকরের মেয়ে। সে ভাটারা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকা থেকে ১৫/১৬ জন যাত্রী কুড়িগ্রাম জেলার রৌমারির টিক্কাচরে নৌকা ভ্রমণে যায়। ভ্রমণ শেষে ফেরার সময় রাত সাড়ে ৮ টার দিকে কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণপার্শ্বে ঝিনাই নদীতে সামনে থেকে আসা বালুবাহী নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি নৌকাই পানিতে ডুবে যায়। যাত্রীদের ডাক-চিৎকার ও নৌকাডুবির ঘটনা দেখে আশপাশের অন্যান্য নৌকা ও স্থানীয়রা ছুটে যায়। এসময় অধিকাংশ লোকজন তীরে আসলেও আয়শা খাতুন নদীর পানিতে ডুবে নিখোঁজ হন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত ও পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ আয়শা কে উদ্ধারে চেষ্টা চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: