শিরোনাম

South east bank ad

নোয়াখালীতে ডাকাত দলের প্রধান এবং দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার ০৬

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

২৫/০৮/২১ খ্রিঃ পুলিশ সুপার নোয়াখালী সম্মেলন কক্ষে ডাকাতি প্রস্তুতিকালে আন্তজেলার ০৬ জন ডাকাত গ্রেফতার এবং ডাকাতি সরঞ্জামাদিসহ পিকআপ আটক নিয়ে মিট দ্যা প্রেস ব্রিফিং প্রদান করেন মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম,পিপিএম মহোদয়।

উক্ত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মহোদয় বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে বাটইয়া ইউনিয়নের ওটারহাট এলাকার চৌরাস্তা এলাকায় অভিযান চালা গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মিনি পিকআপ,লোহার কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড,বান্ডিল রশি,তেরপাল,ছুরি উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে নুরুল আলম কালু ও শামছুল আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয় আরো জানান, গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকেন।

পরিশেষে সাংবাদিকদের বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের এ অভিযান পরিচালনার জন্য আপনাদের সহোযোগিতা কামনা করছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: