শিরোনাম

South east bank ad

গলায় ফাঁস লাগানো ছাত্রীর মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাটে বিথি আক্তার (১০) নামে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগস্ট মঙ্গলবার সকালে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে এসআই আবুবকর সহ একদল পুলিশ পশ্চিম পাকুড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে নিজ বাসা থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেন । নিহত বিথি আক্তার পশ্চিম পাকুড়িয়া গুচ্ছগ্রামের আব্দুল কাদিরের মেয়ে।

নিহতের মা আমিনা বেগম জানান, আমি সকালে কাজে চলে যাই হঠাৎ খবর পাই বাড়িতে সমস্যা বাড়িতে গিয়ে দেখি রান্নাঘরের তীরের সাথে আমার বিথির গলায় ফাস দিয়ে ঝুলে আছে। তিনি বলেন, আমার ৪ সন্তান । এর মধ্যে স্বামী অন্যত্র বিয়ে করে শ্রীমঙ্গল বসবাস করছেন। এদিকে আমেনা খাতুন সন্তানদের নিয়ে বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান।

তিনি বলপন, অভাবের সংসার সন্তানদের চাহিদাটামত ভরণপোষণ করতে পারেননা এর মধ্যে মেয়েটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে চলেগেল না ফেরার দেশে, একথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: