বিভাগীয় কমিটির সাথে জামালপুর আ’লীগের মতবিনিময়
শামীম আলম, (জামালপুর) :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগীয় উপ কমিটির সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী সেপ্টেম্বরের শুরু থেকেই জামালপুরে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ ও সকল সহযোগী সংগঠণের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পর্যায়ক্রমে থানা কমিটিরও সম্মেলন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি , জামালপুর - ১ আসনের এমপি ও সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ ,ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সদস্য অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলের কাউন্সিল নিয়ে দলের নীতিনির্ধারণী এই মিটিং নিয়ে পুরা জেলায় ব্যাপক আলোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । আমাদের প্রত্যাশা এবারের কাউন্সিলের মধ্যমে ত্যাগী যোগ্য দক্ষ নিবেদিত এবং যারা আওয়ামীলীগের আদর্শকে বুকে ধারন করে তাদের নেতৃত্ব দেওয়া হবে ।