পুনাক এর উদ্যােগে প্রায় ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যােগে প্রায় ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
২৩ আগস্ট ২০২১ তারিখ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যােগে প্রায় ২৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোজালিন ফারহানা লাভলী, সভাপতি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ঢাকা জেলা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জনাব মোঃ শাহবুদ্দিন কবির সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।