অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য বিতরণ
ফেরদৌস আহমেদ খান, (আড়াইহাজার) :
করোনা মহামারী সংকট সময়ে দেশের সাধারণ খেটে-খাওয়া মানুষের অবস্থা খুব শোচনীয়। এমন পরিস্থিতিতে দেশের কর্মহীন, ক্ষতিগ্রস্থ, দুস্থ খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ তহবিল থেকে খাদ্য উপহার বিতরণ এর উদ্যোগ গ্রহণ করা হয়।
২৪ আগস্ট ( মঙ্গলবার) উপজেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
এ সময় আড়াইহাজার পৌরসভায় কোভিড-১৯ এ কর্মহীন, ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নসিমন, ভ্যান চালক সমিতি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে খাবার বিতরণে প্রধান অতিথি হিসাবে ছিলেন - জনাব এ কে এম এনামুল হক শামীম এম.পি মাননীয় উপ-মন্ত্রী,পানি সম্পদ মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সহ উপজেলা প্রশাসনের ও উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপ-মন্ত্রী বলেন, ' কর্মহীন মানুষের সুযোগ সুবিধা তৈরি করতে ইতিমধ্যে সরকার নানাবিধ কর্মের তৈরি করছে। দেশের শতভাগ কর্মজীবী নিশ্চিত করতে সরকার দ্রুত কাজ করছে।'