ভালুকার ডাকাতিয়ায় আলোর ছড়াছড়ি
জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :
ময়মনসিংহের ভালুকা বর্তমানে শিল্প সমৃদ্ধ একটি শিল্পনগরী হিসাবে পরিচিত বরাবরই । ময়মনসিংহের প্রবেশ পথ ভালুকা আলোচিত নানা কারণে। সেই ভালুকার একটি অবহেলিত ইউনিয়ন ছিলো উপজেলা সদর হতে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে ডাকাতিয়া ইউনিয়ন। সেই অবহেলিত গ্রামাঞ্চলের সোনার ছেলেরা বহু কষ্টে লেখাপড়া করে বর্তমানে নিজের শ্রম ও মেধা দিয়ে যাচ্ছে সরকারের নানা জায়গায়। তাই বর্তমানে ডাকাতিয়া ইউনিয়ন এখন সবার মুখে মুখে।
ইউনিয়নব্যাপী এখন আলোর ছড়াছরি। বর্তমানে ইউনিয়নে ১৮জন বিসিএস ক্যাডার অফিসার ছারাও আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ইউনিয়নের প্রশাসন ক্যাডারে আছে ১জন শেখ ফরিদ মিন্টু, পুলিশ ক্যাডারে আছে ৫জন তারা হলেন, রাকিবুল হাসান রাসেল, ফজলুল মহসীন, জাহাঙ্গীর আলম, নাজমুল হোসাইন ও আতোয়ার রহমান বাদল।
শিক্ষা ক্যাডারে আছেন ৬ জন তারা হলেন, আমেনা খাতুন, আঞ্জুমান আরা বিথী, শেখ জামাল, আনোয়ার হোসেন, মনির হোসেন ও রেজাউল করীম। চিকিৎসা ক্যাডারে আছে ডাঃ শাহ মোহাম্মদ শরীফ, ডাঃ সাখাওয়াত আলম, ডাঃ প্রিন্স । তথ্য ক্যাডারে আছেন মোঃ দুলাল হোসাইন। কৃষিতে মোঃ আরিফ আহম্মেদ ও সমাজসেবায় আছেন মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতাত আরা নওশিন, উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের শেখ ফরিদ । বিদুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক জাহাঙ্গীর আলম জুয়েল। হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উপ পরিচালক জাহিদুল ইসলাম। ট্রাফিক বিভাগের ওসি এমরান আহম্মেদ । মধুমতি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ইবিএল ব্যাংকের এ্যাসেসিয়েট ম্যানেজার আক্তারোজ্জমান সোহেল।
তাছাড়া চলচিত্রের সুদর্শন নায়ক আরেফিন শুভ’র বাড়ীও ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামে।
আন্তজার্তিক শিল্পপতি, পাপুয়া নিউগিনির একজন সফল ব্যবসায়ী, এলাকার দানবীর হিসাবে খ্যাত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ এম এ ওয়াহেদের বাড়ীও ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামে। তিনি ইউনিয়নের প্রায় ১০০ ছেলেকে তার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান দেশ বেশ গ্রুুপে পাপুয়া নিউগিনিতে নিজ খরচে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের প্রভাষক আতাউর রহমান কামাল বলেন, এক সময়ের অবহেলিত আমাদের ডাকাতিয়া ইউনিয়নের বর্তমানে আলোর ছড়াছরি। আমরা তাদের নিয়ে গর্ব করি। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে ডাকাতিয়ার জন্য কাজ করে যাচ্ছেন ।