শিরোনাম

South east bank ad

বগুড়ায় জাতীয় সঙ্গীতের অবমাননা করায় ৫ জনকে আটক করল পুলিশ

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বগুড়ায় জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ৫ যুবককে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারী কোনো এক প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে ভিডিও পরিবেশন করছে। এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের নজরে আসে।


ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো. সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্টদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।


মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের খবর পেয়ে, ওসি বগুড়া সদর তার অধীনে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে মাঠে নামিয়ে সংশ্লিষ্টদেরকে সনাক্ত করে আজ মঙ্গলবার ২৪ আগষ্ট ২০২১ইং তারিখ রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করেন।


আটক করা যুবকদের মধ্যে হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, মো. আরিফ আলী। আটকরা যুবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা এবং এদের প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ এন্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে।
এছাড়া, কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুষ্পষ্ট বিধান রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: