ডিজিটাল সেন্টার উদ্বোধন করলেন এড. নয়ন এমপি
মো. রাকিক হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরে রায়পুরে সেবাগ্রহিতাদের মাঝে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে রায়পুর উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে এ সেন্টারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, সহকারী কমিশনার ভূমি আক্তার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে প্রমূখ।