জুয়ারীদের বিরুদ্ধে চুনারুঘাটের ওসির কঠোর হুশিয়ারী দুই জুয়ারী আটক
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে জোয়ারীদের বিরুদ্ধে ওসি মো: আলী আশরাফের কঠোর এ্যাকশন । রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে এসআই সম্রাট ও এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল হান্নান সহ একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গুচ্ছগ্রাম এলাকার মোস্তাক মিয়ার আখ ক্ষেতের খোয়াই নদীর তীরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ২ জুয়ারীকে আটক করেন। আটককৃতরা হলেন, বনগাঁও গুচ্ছগ্রাম এলাকার মৃত ময়না মিয়ার ছেলে তাজুল ইসলাম(৩১), মকছুদ মিয়ার ছেলে জুয়েল মিয়া(৩৫)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী চক্রটি পালিয়ে যায়। এ ঘটনায় চুনারুঘাট থানায় এসআই সম্রাট বাদী হয়ে তাজুলকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। আজ ২৩ আগস্ট, সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: (ওসি) মো: আলী আশরাফ জুয়ারিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, জুয়ারিদের কাউকে ছাড় দেয়া হবেনা। যারা জুয়ার বোর্ড বসায় তাদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, যেকোন মুল্যে চুনারুঘাট উপজেলাকে জুয়াড়ি মুক্ত করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন । খোঁজনিয়ে জানাগেছে তাজুল ও জুয়েলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই হচ্ছে লাখ লাখ টাকার জুয়া। এসব জুয়ার আসর বসে খোয়াই নদীর তীরে। এ খেলায় জেলার বাহির থেকে গাড়ি নিয়ে দলে দলে আসে জুয়ারিরা। এরপর সিএনসি ভাড়া করে বিভিন্ন স্পটে যায় তারা। এ অবস্থায় বিপদগামী হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার যুবসমাজ। বাড়ছে নানা অপরাধ প্রবণতা।
অভিযোগ রয়েছে, স্থানীয় জুয়াড়িরা শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকেন না। সেই সাথে বিভিন্ন মাদক ও অনৈতিক কর্মকান্ডও চালিয়ে থাকে। এসব জুয়ার আসরে প্রতিনিয়ত যোগ দিচ্ছে নতুন নতুন কিশোর ও তরুণরা। আবার কিছু কিছু এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন জুয়া ও মাদকের কড়াল গ্রাসে। এসব শিক্ষর্থীরা জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে। এদিকে জুয়ারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে চুনারুঘাট থানা পুলিশ। এ পর্যন্ত বেশ কয়েকজন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।