শিরোনাম

South east bank ad

মাদারগঞ্জ ও বকশীগঞ্জে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম,জামালপুর :

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বকশিগঞ্জে জুয়েল মিয়া (২৩) ও মাদারগঞ্জে শিপু চন্দ্র ঘোষ (২১) নামে দুই যুবকের লাশ সোমবার উদ্ধার করা হয়।

জুয়েল বকশিগঞ্জ পৌরসভার গরুহাটি এলাকার মিস্টার আলীর ছেলে ও শিপু চন্দ্র ঘোষ মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকার দই বিক্রেতা শঙ্কর চন্দ্র ঘোষের ছেলে।

জুয়েলের ছোটভাই মামুন মিয়া জানান, তিনি রাতে প্রাকৃতিক কাজে বাইরে বের হন। হঠাৎ ভাইয়ের ঘরে উঁকি দিয়ে দেখেন তার লাশ ঝুলে আছে। জুয়েল মিয়া বকশিগঞ্জ বাজারের একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় জুয়েলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

অপরদিকে জেলার মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকার নিজ দোকান থেকে উদ্ধার করা হয়েছে শিপু ঘোষের ঝুলন্ত লাশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক বলেন, শিপু রোববার রাতে খাবার খেয়ে নিজ দোকানে ঘুমান। সোমবার ঘুম থেকে উঠতে দেরি হলে তার মা অর্চনা রানী ঘোষ ডাকতে যান। ডাক-চিৎকারে কোনো সাড়া না পেলে স্থানীয়রা দরজা ভেঙে শিপুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হতে পারবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: