শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২০জন আহত, ২০টি বাড়ী ও দোকান ভাংচুর

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপেক্ষ ২০ জন আহত হয়েছে। এসময় ২০টি বাড়ী ও দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষে থামাতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) দুপুর থেকে থেমে থেমে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংঘর্ষের মারাত্মক আহত ৫জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গঞ্জের মোল্যা ও সেন্টু খানের মধ্যে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
এ জের ধরে আজ সোমবার দুপুর থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একে অপরের দিকে বৃস্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে। থেমে থেমে কয়েক ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ২০ বাড়ী ও দোকান ভাংচুর করে লটুপাট করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনা শোনার পর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: