শিরোনাম

South east bank ad

শরণখোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম,শরণখোলা:

বাগেরহাটের শরণখোলায় আরিফা নামে ১৮মাস বয়সী এক কন্যাশিশু পুকুরে পড়ে মারা গেছে। সোমবার দুপুর ১২টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আরিফা উপজেলা সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের জসিম ঘরামীর মেয়ে।
স্থানীয় সমাজসেবক রাসেল আহমেদ জানান, শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। বাবাও তখন বাড়িতে ছিলেন না। সেই ফাঁকে তাদের একমাত্র সন্তান আরিফা পুকুরে পড়ে যায়। শিশুটি কখন যে পুকুরে পড়েছে তা বাড়ির কেউ টেরই পায়নি। প্রতিবেশি এক নারী পুকুরে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়গোপাল বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: