ঝালকাঠিতে কর্মহীন পরিবারে মাঝে সেলাই মেশিন বিতরণ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুর রহমান শিকদারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও কর্মহীন পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা বেসাইন খান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভার অায়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
ফজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, (ভারপ্রাপ্ত সাধারণ) সম্পাদক মানিক রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা।
অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতার, রফিকুল ইসলাম।
এ স্মরণ সভায় ৫টি কর্মহীন পরিবারের নারী সদস্যদের মধ্যে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।