কালকিনিতে বাল্যবিয়ে মেনে না নেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৬
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বাল্যবিয়ে মেনে না নেয়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ হামলার ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাদারীপুর কোর্টে একটি মামলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের সুজন হাওলাদারের ১৫ বছর বয়সি এক ভাগ্নিকে বিয়ে করেন একই এলাকার সেখ ফকিরের ছেলে সাহিন ফকির। কিন্তু ভাগ্নির এ বাল্যবিয়ে মেনে নিতে পারেননি মামা সুজন হাওলাদার। এনিয়ে উভয় পক্ষের মাঝে বেশ কিছুদিন ধরে দন্ধ চলে আসছে। এর জের ধরে রোববার সকালে সাহিনের পক্ষের আলী ফকিরের নেতৃত্বে হোসেন ফকিরসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সুজন হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে সাইফুল হাওলাদার(২৮), সুজন হাওলাদার(৩০) ও রহিম বেগমসহ(৩২) ৬জন আহত হন। তবে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী সুজন হাওলাদার বলেন, আমি বাল্যবিয়ে মেনে নেয়নি। এবং বাল্যবিয়ের ঘটনায় আমি থানায় মামলা করলে আমাদের উপর উল্টো ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে আলী ফকিরসহ বেশ কয়েকজন। এ বিষয় আমরা কোর্টে মামলা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
তবে এ বিষয় জানতে চাইলে আলী ফকির ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।