শিরোনাম

South east bank ad

বিলুপ্তির পথে হাজং ভাষা

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):

হাজং ভাষা সাহিত্য সংস্কৃতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। হাজং ভাষার নেই কোন লিখিত রুপ। এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠোপোষকতা। শুধু সরকারের দিকে চেয়ে থাকলে চলবেনা হাজং জাতি গোষ্ঠী কেও এগিয়ে আসতে হবে। বাংলাদেশের ময়মনসিংহ,নেত্রকোনা, শেরপুর,সুনামগঞ্জ চারটি জেলার বিভিন্ন উপজেলায় হাজং দের বসবাস। হাজংদের রয়েছে গৌরবময় ইতিহাস। অথচ সময়ের সাথে সাথে ভাষা সংস্কৃতি বিলুপ্তির পথে। আর সেজন্যই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৪ টি হাজং ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে রয়েছে একটি করে লাইব্রেরী খেলাধুলা সামগ্রী সাংস্কৃতিক সরঞ্জাম ইত্যাদি। তাদের প্রজন্ম মাদক অনলাইন গেম খেলা বাদ দিয়ে বই পড়বে,জাতি যেন মেধাশুন্য হয়ে না পড়ে এজন্যই তাদের ক্ষুদ্র প্রচেষ্টা। হাজং ভাষা সাহিত্য সংস্কৃতি রক্ষায় সমাজের সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন,বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অন্তর হাজং।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: