ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
আব্দুর রহমান,নেত্রকোণাঃ
নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে বারহাট্টার বড়ি নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় এ দূর্ঘটনাটি ঘটে, নিহতরা হচ্ছেন-জেলার বারহাট্টা সদর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী তানভীর (২৬) ও তার চাচা মুর্তুজ আলী (৫৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের তানভীর তার চাচা মুর্তৃুজ আলীকে নিয়ে রোববার সন্ধ্যায় মোটরসাকেলে করে মোহনগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। নেত্রকোণা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বড়ি নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে উভয়েই ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটিকে মোহনগঞ্জে আটক করা হয়েছে।