বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিসলু, সেক্রেটারি ফসল
এম.এস রিয়াদ (বরগুনা):
বরগুনা সাংবাদিক ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নের হলরুমে সংগঠনটির সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ইমরান হোসেন এ নতুন কমিটি ঘোষণা করেন।
এসময় সহকারি নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম রতন ও মিরাজ খানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষণাকৃত প্রতিটি পদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তর ও বাংলাদেশ বেতারের বরগুনা প্রতিনিধি এম মজিবুল হক কিসলু। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাক এর প্রতিনিধি আরিফ হোসেন ফসল।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রথম আলোর মোহাম্মাদ রফিক, সহ-সভাপতি হিসেবে নয়া দিগন্তের গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন(মাইটিভি উত্তর), দপ্তর সম্পাদক সোহরাব হোসেন (চ্যানেল এস), প্রচার সম্পাদক জুলহাস মিয়া (বিজয় টেলিভিশন), কার্যনির্বাহী সদস্য হিসেবে খায়রুল ইসলাম(বার্তা ২৪ ও মানবজমিন), গোলাম হায়দার স্বপন (দৈনিক জনতা), সাগর আকন(আমাদের অর্থনীতি), আসাদুল অন্তু (মাই টিভি দক্ষিণ),মেহেদী হাসান(বার্তা বাজার), খান নাঈম (দুর্বার ২৪.কম),আবু হাসান (আমার সময়), কাজি রাকিব (আমাদের সময়) ও রাসেল হোসেন (সিএনএন বাংলা) সহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে পুরাতন কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।