মিতালী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
প্রচারে নয় কাজে বিশ্বাসী শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে মিতালী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বালুরঘাট এলাকায় কেক কেটে ও মাদরাসা ছাত্রদের মাঝে খেলার সামগ্রী বিতরণের মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম,এস মিলন, ত্রিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক মোঃ ইমামুল হাসান রিয়াদ, পাশে দাঁড়াও সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসান হাবিব, পাশে দাঁড়াও সংগঠনের সদস্য মোঃ সাজ্জাদ আলমগীর প্রমূখ।