শিরোনাম

South east bank ad

জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে খুন

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোণা) :

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রামদা দিয়ে কুপিয়ে শহীদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত শহীদ মিয়া সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত সাদির উদ্দিনের ছেলে।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, নিহত শহীদ মিয়ার সাথে তার ভাই মকবুলের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত কয়েকদিন যাবত দেন দরবার চলছিল। রবিবার দুপুরে জমিতে কলাগাছ কাটা নিয়ে মকবুলের ছেলের সাথে শহীদ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে।

পরে মকবুলে লোকজন রামদা দিয়ে কুপিয়ে শহীদ মিয়াকে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা দ্রুত শহীদ মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মকবুল মিয়া এলাকায় ছিলনা বলেও জানায় পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: