গ্রেনেট হামলার প্রতিবাদে তাঁতীলীগের আলোচনা ও দোয়া
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা তাঁতীলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে মাদানী সিএনজি স্টেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি।
আলোচনা সভায় তাঁতীলীগ উপজেলা শাখার সভাপতি নিয়মত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, মেজবাহ উদ্দিন মাস্টার, আশরাফুল ইসলাম মন্ডল, আওয়ামীলীগনেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মো: ইকবাল হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে ২১ আগস্টের শহীদদের আতœার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।