গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
১৯৭৫ সালে ১৫ আগষ্টের কালো রাত্রিতে ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে দলকে নিশ্চিহ্ন করাই ছিলো হামলার মূল লক্ষ্য।
শনিবার (২১ আগষ্ট) বিকেলে গফরগাঁও পৌর শহরে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতারা একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,জেলা আওয়ামী লীগের সদস্য দুলাল উদ্দিন আকন্দ, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল,ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মাসুদুজ্জামান মাসুদ,তারিকুল ইসলাম,যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ,পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব,যুগ্ন আহবায়ক তাজমুন আহম্মেদ,সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল,ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল,পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম,সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ নিহত সকলের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।