গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির দাবিতে আলোচনা সভা
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদে অবস্থিত জেলা অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সভায় ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় জড়িত বিএনপি-জামায়াত জঙ্গি চক্রের সকল খুনিদের ফাঁসির দাবী জানানো হয়।