প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোকানী আটক
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের শিববাড়ী বাজারের মুদির দোকানদার এক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী মুদির দোকানী মোঃ রতন মিয়ারকে আটক করছে পুলিশ।
এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে ভোক্তভোগীর পরিবার।অভিযুক্ত রতন মিয়াকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
অভিযুক্ত রতন (৫৫)গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ি বাজার এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।
ভোক্তভোগীর পরিবার,স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ী বাজারে বিস্কুট ক্রয় করতে যায় প্রতিবন্ধী কিশোরী (১৪)।তখন চারিদিকে নিরবতা ছিলো।বাজারে আর কোন দোকান খোলা ছিলো না।এ সুযোগে মুদি দোকানী রতন মিয়া ওই প্রতিবন্ধী কিশোরী কে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক বিবস্ত্র ও করে ধর্ষণ করে।কাউকে কোন কিছু না বলার জন্য প্রতিবন্ধী কিশোরীকে ভয় দেখায়।পরে ওই কিশোরী বাড়িতে ফিরে আসে।রাতে তার চাচী পারভীনকে ইশারা দিয়ে ঘটনার বর্ণনা করে।ধর্ষিত কিশোরী ঘটনাটি রাতেই চাচী পারভীন জানান।শনিবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।ধর্ষিতার মা বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
গফরগাঁও থানার অফিসার ওসি অনুকূল সরকার বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে।অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভোক্তভোগীকে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।