ডাকাতি মামলার রহস্য উদঘাটনঃ লুন্ঠিত পিকআপ উদ্ধার
গত ইং ১৮/০৮/২০২১ তারিখ রাত ২৩.৫০ ঘটিকা হইতে ইং ১৯/০৮/২০২১ তারিখ রাত ০০.২০ ঘটিকা পর্যন্ত অজ্ঞাতনামা ০৫ জন ডাকাত একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ন-১৩-৯৭৭১ এর ড্রাইভার মোঃ রাকিব হোসেন (৩২) এবং হেলপার মোঃ সাদ্দাম হোসেন (২১) কে মারপিট করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে পিকআপটি ছিনতাই করে নিয়া যায়। যার প্রেক্ষিতে কাশিমপুর থানার মামলা নং-০৮, তারিখ-১৯/০৮/২০২১ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর কাশিমপুর থানা পুলিশ ভোগরা, ডিএমপির গাবতলী, আদাবর সহ কাশিমপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া অত্র ঘটনায় সন্দিগ্ধ হিসাবে ১। হাফিজুর রহমান @ রানা, ২। মোঃ ফিরোজ @ কেরানী, ৩। এরশাদ @ সাবু, ৪। আকাশ @ রানা, ৫। নয়ন মল্লিক দেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করে এবং তাদের হেফজতে হতে লুন্ঠিত পিকআপ যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ন-১৩-৯৭৭১ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ০৫ জন এক অপরের পূর্ব পরিচিত। ইং ১৮/০৮/২০২১ তারিখ আসামী নয়ন মল্লিক, মোঃ ফিরোজ @ কেরানী, আকাশ @ রানা গাবতলী থেকে চক্রবর্তী আসে এবং আসামী হাফিজুর রহমান @ রানা এবং এরশাদ @ সাবু এর সাথে মিলিত হয় এবং ওভার ব্রীজের নিচে ০৫ জন মিলে চা বিস্কুট খায় এবং পিকআপ ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরবর্তীতে ০৫ মিলে পিকআপ ছিনতাইয়ের স্থান ঠিক করে। বাইপাইল গিয়ে বাসা বাড়ীর মালামাল বগুড়ায় স্থানান্তর করার কথা বলিয়া পিকআপ ভাড়া করে এবং রাত ১১.০০ ঘটিকার সময় ড্রাইভার মোঃ রাকিব হোসেন কে পিকআপ নিয়ে আসতে বলে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ১১.০০ ঘটিকার পূর্বেই ০৫ জন আসামী কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী সাকিনস্থ মোজার মিল সাবান ফ্যাক্টরীর পিছনে অবস্থান করে। রাত ১১.০০ ঘটিকার পরে পিকআপের ড্রাইভার মোঃ রাকিব হোসেন তেতুইবাড়ী সাকিনস্থ মোজার মিল সাবান ফ্যাক্টরীর সামনে আসিয়া ফোন দিলে আসামী মোঃ ফিরোজ @ কেরানী এবং নয়ন মল্লিক পিকআপটি আনতে মেইন রোডে যায়। পিকআপ নিয়া ঘটনাস্থলে পৌছাইলে আসামী নয়ন মল্লিক পিকআপের হেলপারকে বাসা বাড়ীর মালামাল দেখানোর কথা বলে গাড়ী থেকে নামিয়ে আনে এবং একটু দুরে নিয়ে হাত পা মুখ বেধে ফেলে রেখে পিকআপের কাছে এসে ড্রাইভারকে মারপিট করে গুরুত্বর জখম করে পিকআপ নিয়ে সফিপুরে উদ্দেশ্যে চলে যায়। সফিপুরের কাছাকাছি পৌছাইলে গাড়ী বন্ধ হয়ে গেলে তারা গাড়ী ফেলে রেখে চলে যায়।