গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবীতে শেরপুরে মানববন্ধন
শেখ সাঈদ আহাম্মদে সাবাব, (শেরপুর) :
শেরপুর ২১ আগস্ট ২০২১ : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় কার্যকর দাবীতে শেরপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার (২১আগস্ট) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু স্কয়ার মোড়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে মাবনবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ মোঃ আতিউর রহমান আতিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সহসভাপতি খন্দকার নজরুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মানববন্ধনে হুইপ আতিক বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাজনৈতিক সমাবেশে ৪ দলীয় জোট সরকারের ইন্দনে এই জঘন্যতম গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন নেতাকর্মী তাদের প্রাণ হারান। অসংখ্য নেতাকর্মী আজও তাদের শরীরে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। সেদিন নেতাকর্মীরা জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। অবিলম্বে গ্রেনেড হামলায় জড়িতদের দেশে এনে রায় কার্যকরের দাবী জানান।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।