মদিনা মনোয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ উদ্বোধন
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক অনুমোদিত মদিনা মনোয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২০-আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত সোনালী ব্যাংকের সামনে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এইসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের দপ্তর সম্পাদক আসিফ নেওয়াজ জিহান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরানুল হক, গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক হাবিবুল্লাহ রাশেদ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্র লীগ নেতা মিজানুর রহমান আছিসফ এবং মদিনা মনোয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর পরিচালক জানে আলম রবিন প্রমূখ।