শিরোনাম

South east bank ad

করোনা ডেডিকেটেড হাসপাতাল চালুর উদ্যোগ স্বাস্থ্য অধিদপ্তরের

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ কমাতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় করোনা চিকিৎসা সেবায় সরকারীভাবে আরও একটি করোনা ডেডিকেটেড ৫০ শয্যার নব-নির্মিত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ডেডিকেটেড ইউনিট চালু করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

করোনা ডেডিকেটেড ইউনিটটি চালু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকাংশে কমে আসবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগ।

গেল বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে রোগীর চাপ সামলাতে ময়মনসিংহে ডেডিকেটেড করোনা ইউনিট চালু নিয়ে সংশয় দেখা দেয়। পরে অবশ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম তলায় ২১০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড ইউনিট চালু করা হয়। এরপর রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ইউনিটের শয্যাসংখ্যা বৃদ্ধি করে ৪শতে আনা হয়। নতুন ভবনের ৩য় তলা থেকে শুরু করে ৮ম তলা পুরোটাই করোনা এবং করোনা উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার কাজে ব্যবহৃত হচ্ছে।

উদ্ভুদ্য এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ বেসরকারী হাসপাতালগুলোতে করোনা ইউনিট চালুর আহবান জানালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় অবস্থিত কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার একটি করোনা ওয়ার্ড চালু করা হয়।

ময়মনসিংহ সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম তারাকান্দায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ডেডিকেটেড হাসপাতাল চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। যা কিনা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমতির জন্য আবেদন পাঠানো হয়েছে অনুমতি পাওয়ার সাথে সাথেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: