ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১৩জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ২৬৯জন। গতকাল মারা গিয়েছিল ৭জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ১৫জন রোগী চিকিৎসাধীন।
শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে ময়মনসিংহের ৩ ও নেত্রকোণার ২জন রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহ সদরের মিম (১৭) ও বিধু ভুসান (৭০), গফরগাঁওয়ের আব্দুল বারেক (৭৫), নেত্রকোনা সদরের শামিমা রুমান (৪৭), রঞ্জিত রায় চৌধুরী (৭১)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮জনের মধ্যে ময়মনসিংহের ৪জন, নেত্রকোণার ২জন, জামালপুর ও কিশেলাগঞ্জের ১জন করে রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের তাহের উদ্দিন (৬৫), সালাম (৫০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাকর (৭৫), গৌরিপুরের নজররুল ইসলাম (৭০), নেত্রকোনা সদরের ফুল মিঞা (৭০) পুর্বধলার ইসলাম উদ্দিন (৬৫), জামালপুর বকশিগঞ্জের জোবেদা (৬৫ ) ও কিশোরগঞ্জ সদরের রানা পাল (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ২৬৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন সনাক্ত ১১০ ও ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৮১ জন ও ১০ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭৬৭ নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৪.৩৪ শতাংশ এবং এর আগেরদিন ১৯আগষ্ট ছিল ১৮.৮৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ২০আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৬জন ও উপসর্গ নিয়ে ৯জনসহ মোট ১৫জন। নতুন ভর্তি হয়েছে ১ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২জন।