টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু
মো.আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে তিন যুবকের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্প্রতিবার রাত নয়টার দিকে, তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মোদি দোকানে বসে মদপান করে। মদপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকে। পড়ে একজন ক্রেতা তাদের দোকানে গেলে, তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দোকানের পাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যায়।
এ ঘটনায় নিহতদের পরিবারের কান্নায় ভারি হয়ে উঠেছে পূরো এলাকা। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।