South east bank ad

ফরিদপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, ফরিদপুর প্রতিনিধি:

মহাবতারি ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এক প্রস্তুতিমূলক সভা আজ বেলা ১১ টায় গোয়ালচামট এর মদন গোপাল আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার , ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা, তাপস কুমার দত্ত, সুকুমার সাহা, রাম দত্ত, শ্যামল কর্মকার, শংকর সাহা, সুকেশ সাহা, কিংকর মিত্র, প্রসাদ সাহা, দীপন ঘোষ, দেবাসিশ সরকার বাবু , অশোক কুমার রাহূত, প্রকাশ সরূপ রায়, সুকুমার রায়, সুমিত শিকদার, সুজন রায়, উৎপল দত্ত, সঞ্জয় কর্মকার, প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অরুন কুমার মন্ডল এবং সভায় সঞ্চালনা করেন অজয় কুমার রায়।

সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এবং ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস কে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে করোনাকালীন সময়ে যে সমস্ত ব্যক্তিবর্গ মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: