টাঙ্গাইলে ট্রাক্টর চাপায় কিশোর নিহত
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে ট্রাক্টরের চাপায় সোহেল নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে নাগরপুরে উপজেলার আগত গয়হাটা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর সোহেল (১৬) ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি আটক করেছে এলাকাবাসি ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দেওআকুটিয়া গ্রামের হাশেম মিয়ার ছেলে নবীন ট্রাক্টর নিয়ে আগত গয়হাটার চাঁন মিয়ার জমিতে হাল চাষ করতে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে হালচাষ দেখছিল সোহেল। ট্রাক্টর চালক নবীন পাশে দাঁড়িয়ে থাকা সোহেলকে ডাক দেয়। সোহেল চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে ট্রাক্টরের ফলায় জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ওসি জানান, এ ঘটনায় নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।