আটোয়ারীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মাসুদ রানা, (আটোয়ারী) :
“বেশী বেশী মাছ চাষ করি- বেকারত্ব দুর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১ -২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুর ও আটোয়ারী থানা চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহ্ নেওয়াজ সিরাজী, মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পোনা মাছ অবমুক্ত করণ কর্মসুচিতে ১৪টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫৫ কেজি রুই , কাতলা ও মৃগা জাতের মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।