শিরোনাম

South east bank ad

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিমান বাহিনীর এক স্টাফের মৃত্যু

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৮) নামে বিমান বাহিনীর এক স্টাফের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগষ্ট) রাত আটটায় ঠাকুরগাঁও রোড বাঁধন-কাকন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিস স্টাফ হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। গত কয়েকদিন আগে তিনি ছুটি নিয়ে নিজ বাসা সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানীতে আসেন।তার পিতার নাম মহির উদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা মদিনা এন্টারপ্রাইজ ট্রাকটি (ঢাকা মেট্রো ট–১৮-১১৭২) ঠাকুরগাঁও রোড বাঁধন-কাকন ফিলিং স্টেশনের সামনে একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলামকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীর পা থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুনা।

সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।তিনি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: